কারাবন্দি শাহজাহানকে গ্রেপ্তার দেখানোর আদেশ

মিতু হত্যা মামলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২১ মে, ২০২১ at ৫:৫৯ পূর্বাহ্ণ

চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় তার বাবার করা মামলায় কারাগারে থাকা শাহজাহান মিয়া নামে আরও একজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার বিকালে মহানগর হাকিম সরোয়ার জাহান এ আদেশ দেন।
বিষয়টি আজাদীকে নিশ্চিত করেন নগর পুলিশের সহকারী কশিনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমদ। তিনি বলেন, সম্প্রতি পাঁচলাইশ থানায় মিতুর বাবার দায়ের করা মামলায় কারাগারে থাকা শাহজাহান মিয়া নামের একজনকে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত। এর আগে মো. আনোয়ার হোসেন ও মো. মোতালেব প্রকাশ ওয়াসিম নামের দুজনকে গত ১৬ মে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে নতুন এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। বাবুল আক্তারের করা মামলায় গ্রেপ্তার হয়ে শুরু থেকেই তারা কারাগারে ছিলেন। এছাড়া জামিনে থাকা মো. সাইদুল ইসলাম শিকদার নামের একজনকে গত ১৩ মে রাঙ্গুনিয়া উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে র‌্যাব। তারও আগে গত ১২ মে নগরীর পাঁচলাইশ থানায় মিতু খুনের ঘটনায় বাবুল আক্তারকে আসামি করে তার শ্বশুর এ মামলাটি দায়ের করেন। সেদিনই বাবুল আক্তারকে এ মামলায় গ্রেপ্তারও দেখানো হয়। আগের দিন ১১ মে ঢাকা থেকে ডেকে এনে বাবুল আক্তারকে হেফাজতে নেয় পিবিআই। শ্বশুরের দায়ের করা সে মামলায় ৫ দিনের রিমান্ড শেষে গত ১৭ মে বাবুল আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। এই ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয় তিনজনকে আসামি করে একটি মামলা করেন। সে সময় বাবুল আক্তার দাবি করেন, জঙ্গিরাই তার স্ত্রীকে গুলি করে হত্যা করেছে। গত ১২ মে বাবুল আক্তারের করা এ মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে গৃহবধূকে কুপিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধতদন্তের আগে আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন কাদেরের