কারাতে ব্ল্যাকবেল্ট প্রাপ্তদের সংবর্ধনা দিল বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল

| বুধবার , ২২ মে, ২০২৪ at ১১:০৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ কারাতে ফেডারেশন ও বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল হতে ব্ল্যাকবেল্ট ১ম, ২য় ও ৩য় ড্যান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রী ও এসএসসি ২০২৪ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গত ১৪ মে মঙ্গলবার বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের পাঁচলাইশ শাখায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের আয়োজনে পাঁচলাইশ শাখার সভাপতি ও পাঁচলাইশ আবাসিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ সেলিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩১ নং আলকরন ওয়ার্ড কাউন্সিলর, বাংলাদেশ কারাতে ফেডারেশনের কাউন্সিলর আবদুস সালাম মাসুম, বিকেএফকেএস এর উপদেষ্টা মন্ডলীর সদস্য ও গাজী টেলিভিশনের বিশেষ প্রতিনিধি অনিন্দ্য টিটো, বিকেএফকেএস এর পাঁচলাইশ শাখার সহসভাপতি জসিমুল আনোয়ার খান, এস এম শাহাবুদ্দীন আহমদ, নগর আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান, কারাতে কোচ মাসুদ রানা, বিকেএফ কাউন্সিলর ফখরুল আবেদীন, এখলাসুর রহমান। এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্সধারী কারাতে কোচ ও বাংলাদেশ কারাতে টিচার্স (কোচেস) এসোসিয়েশন এর সভাপতি সেনসী এ বি রনির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিকেএফকেএস ঢাকা জেলার কোচ দীপক স্যানাল, এডভোকেট আবদুল হানিফ, মহিলা কারাতে কোচ তাসপিয়া সিরাজ ও উষা হ্লা মারমা। উল্লেখ্য বাংলাদেশ কারাতে ফেডারেশন ও বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল হতে প্রায় ৩০ জন কারাতে ব্ল্যাকবেল্ট সহ ১ম, ২য় ও ৩য় ড্যান পরীক্ষা দিয়ে শতভাগ পাশ করে।

পূর্ববর্তী নিবন্ধলঙ্কান লিগে দল পেলেন কেবল তাসকিন
পরবর্তী নিবন্ধ১ম বিভাগ ক্রিকেট লিগের রেলিগেশন পর্বে উল্লাসের জয়