সিপিএসসি ও বিকেএফকেএস চট্টগ্রাম জেলা আন্তঃ কারাতে প্রতিযোগিতায় সেন্ট স্কলাস্টিকা গার্লস স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে ৩ টি স্বর্ণপদক অর্জন করে। গত ২২-২৩ অক্টোবর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তারিফাহ বিনতে রনি,সৌরিন্তী দত্ত, মাইনুন, সুমাইয়া ফাহামিদা, নিকোলা রোজারিও, ফারহানা আব্বাস প্রিমা, আরিসা আাফসান এবং নীলিমা মান্নান ১টি রৌপ্য পদক ও ৪টি তাম্র পদক অর্জন করে। এদিকে গত ২৪-২৫ সেপ্টেম্বর ওয়ার্ল্ড সোতোকান কারাতে ফেডারেশন আয়োজিত ২য় ডব্লিউ এস কে এফ অনলাইন কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে চট্টগ্রাম সেন্ট স্কলার্সটিকাস গার্লস স্কুল এন্ড কলেজের স্কুল শাখার শিক্ষার্থী তারিফাহ বিনতে রনি ১৩-১৪ বয়সে ও নীলিমা মান্নান মাইনুন ১০-১২ বয়সে অংশগ্রহণ করে। পৃথক ক্যাটাগরীতে উভয়ে স্বর্ণপদক অর্জন করে। ছাত্রীদের উৎসাহিত করতে স্কুল কর্তৃপক্ষ স্কুল গ্রাউন্ডে গত ৩ নভেম্বর এক সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল সিস্টার শিল্পী সেলিন কস্তা,স্কুলের সহকারী অধ্যক্ষ সিস্টার অসীমা স্কলাস্টিকা রিবেরো, কলেজ কো-অর্ডিনেটর সিস্টার বৃন্তা রেমা। কারাতে কোচ ও সেনসী এ বি রনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক- শিক্ষিকা নীল রাসেল সোহার, সুশীল বড়ুয়া, ওমর ফারুক, মোস্তফা কামাল, সুরোজিত পাল, বেবী ইরিন সাহা,আন্না মিনু স্যাম্পসন,মারগ্যারেট মনিকা গেন্স, চন্দ্রানী লাহিড়ি, রাহাত পারভিন এবং সহকারী কারাতে প্রশিক্ষিকা তাসপিয়া সিরাজ।