বাংলাদেশ কারাতে ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক মানের রেফারি/জাজ লাইসেন্সিং পরীক্ষা গত ৮–৯ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হয়। দেশব্যাপী ২২৬ জন পরীক্ষার্থী উক্ত লাইসেন্সিং পরীক্ষায় অংশ নেয়। চট্টগ্রামের তীর্থ তালুকদার এতে অংশ নিয়ে বাংলাদেশ কারাতে ফেডারেশনের লিস্টেড এ–ক্যাটাগরি রেফারি হওয়ার গৌরব অর্জন করেন।
তীর্থ বর্তমানে চট্টগ্রামের কারাতে স্কুল ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমির সিনিয়র প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন।
গত বছর নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত ৭ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতার প্রাক্কালে আয়োজিত এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি/জাজ লাইসেন্সিং পরীক্ষায় সর্বকনিষ্ঠ বাংলাদেশী হিসেবে কুমিতে জাজ–বি হওয়ায় গৌরব অর্জন করেছিলেন।