ফটিকছড়ির নাজিরহাটে এহসান এস সোসাইটি নামের একটি প্রতিষ্ঠানের নামে গ্রাহকদের কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন-এমন অভিযোগে করা মামলায় হেফাজত নেতা মাওলানা মো. ছলিম উল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বাদীর আইনজীবী শেখ মোহাম্মদ আল জাবেদ আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমার মক্কেলের করা মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন এবং মাওলানা মো. ছলিম উল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবের পাশাপাশি মাওলানা ছলিম উল্লাহ নাজিরহাট মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে দায়িত্বে ছিলেন। তবে বর্তমানে তিনি দায়িত্বে নেই। তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়। আদালত সূত্র জানায়, ২০১৮ সালে নাজিরহাটে এহসান এস সোসাইটি নামের ঋণদানকারী প্রতিষ্ঠান ১৬০০ গ্রাহকের কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা আত্মসাৎ করে। এ ঘটনায় মাওলানা মো. ছলিম উল্লাহসহ ১১ জনের বিরুদ্ধে কয়েকজনের পক্ষে আদালতে মামলা করেন মো. আসাদুজ্জামান নামের এক ব্যক্তি।