কারাগারে অস্বাভাবিক আচরণ রিপনের, চার্জ গঠন বিঘ্নিত

অমিত মুহুরী হত্যা মামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৩ অক্টোবর, ২০২১ at ৫:৫৯ পূর্বাহ্ণ

কারাগারে অস্বাভাবিক আচরণ করছেন নগরীর শীর্ষ সন্ত্রাসী অমিত মুহুরী হত্যা মামলার একমাত্র আসামি রিপন নাথ (২৮)। যার কারণে তাকে আদালতে হাজির করা যাচ্ছে না। ঢাকার কাশিমপুর কারা কর্তৃপক্ষ চট্টগ্রাম কারা কর্তৃপক্ষকে আর চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ আদালতকে তা অবহিত করেছে।
সূত্র জানায়, চাঞ্চল্যকর ও স্পর্শকাতর এ মামলায় ২০২০ সালের ২৫ জুলাই রিপন নাথের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় ডিবি পুলিশ। ওই বছরের ১ সেপ্টেম্বর বিচারক তা আমলে নেন এবং চার্জ গঠনের জন্য রাখেন। সে থেকে এখন পর্যন্ত ৭টি তারিখ অতিবাহিত হয়েছে। সর্বশেষ তারিখ ছিল ১৬ সেপ্টেম্বর। সেদিনও আদালতে অনুপস্থিত থাকেন রিপন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফখরুদ্দিন চৌধুরী আজাদীকে বলেন, মামলা যখন তদন্তাধীন ছিল তখনও সে (রিপন) পাগল সাজার চেষ্টা করেছিল। এক পর্যায়ে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। সেখানেও একই অবস্থা। পাগলামি অব্যাহত রেখেছে। নিজেকে আড়াল করার জন্যই হয়তো এমন করছে। সেটা তার ব্যাপার। আমরা আমাদের কাজ এগিয়ে নেব। আগামী ধার্য তারিখে সে যদি হাজির না থাকে, আমরা ভার্চুয়ালি চার্জ শুনানি করে ফেলব। তিনি বলেন, এ বিষয়ে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষের সাথে আলোচনা করব।
আদালত সূত্র জানায়, কোতোয়ালী থানায় করা মামলাটি (নং ১২৪ (৫) ১৯) বর্তমানে ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে রয়েছে। যার দায়রা মামলা নং ২৮৯৯/২০। ম্যাজিস্ট্রেট আদালত থেকে গত বছরের ১ সেপ্টেম্বর মামলাটি এ কোর্টে যায়। আদালত তা রিসিভ করে ওই বছরের ১ অক্টোবর।
২০১৯ সালের ২৯ মে রাত ১১টায় চট্টগ্রাম কারাগারের ৩২ সেলের সুরক্ষিত ৬ নম্বর কক্ষে ঘুমের মধ্যে ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে মাথা থেঁতলে কারাবন্দি অমিত মুহুরীকে খুন করেন আরেক বন্দি রিপন নাথ। পরদিন কারাগারের জেলার নাশির আহমেদ রিপনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্তের দায়িত্ব পান নগর ডিবি পুলিশের পরিদর্শক আজিজ আহমেদ। তদন্ত শেষে তিনি পরের বছরের ২৫ জুলাই রিপন নাথের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারার কোতোয়ালী থানার একটি মামলায় (নং ৪৬ (৮) ১৭) চট্টগ্রাম কারাগারে যান অমিত মুহুরী। সেখানে থাকা অবস্থায় তাকে আরও ১৬টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। অমিত কোতোয়ালী থানাধীন নন্দনকানন এলাকার গোলাপ সিং লেইনের অরুণ মুহুরীর ছেলে। একই সময় অস্ত্র আইনের কয়েকটি ধারার পাহাড়তলী থানার একটি মামলায় (নং ১৯ (৪) ১৯) রিপন নাথ সেখানে ছিলেন। তিনি সীতাকুণ্ডের হেমন্ত সরকার বাড়ির নারায়ন নাথের ছেলে।

পূর্ববর্তী নিবন্ধবাবরের আট বছর কারাদণ্ড
পরবর্তী নিবন্ধকেন এত লোডশেডিং