কারাগারের বাথরুমে পড়ে মাথায় আঘাত, হাসপাতালে লতিফ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ অক্টোবর, ২০২৪ at ৫:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১১ (বন্দরপতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। গতকাল সন্ধ্যায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি দেন।

জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন আজাদীকে বলেন, সাবেক এমপি এম এ লতিফ বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। এতে ওনার মাথার একপাশ কেটে যায়। তার ব্রেনের সিটি স্ক্যান করা হয়েছে। সিটি স্ক্যানের রিপোর্টে রক্ত জমাট দেখা গেছে। তিনি বাইপাসের রোগী।

উল্লেখ্য, ছাত্রজনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর এম এ লতিফ নগরীর পূর্ব মাদারবাড়ি মালুম মসজিদ এলাকায় এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। একপর্যায়ে স্থানীয়দের রোষানলে পড়লে সেনাবাহিনী তাকে উদ্ধার করে। এরপর গত ১৭ আগস্ট নগরীর বায়েজিদ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের সব হাসপাতালে নার্সদের ৪ ঘণ্টার কর্মবিরতি 
পরবর্তী নিবন্ধএলিভেটেড এক্সপ্রেসওয়েতে এখন উঠতে হবে বায়েজিদ রোড ও মুরাদপুর র‌্যাম্প ধরে