কারাগারেই বিয়ে করার অনুমতি পেলেন অ্যাসাঞ্জ

| শনিবার , ১৩ নভেম্বর, ২০২১ at ৭:৫০ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে বন্দি উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ তার দীর্ঘদিনের সঙ্গী স্টেলা মরিসকে বিয়ে করার অনুমতি পেয়েছেন। কারা বিভাগ বিবিসিকে জানায়, অন্য কারাবন্দিদের মতোই প্রচলিত নিয়মে কারা গভর্নর অ্যাসাঞ্জের আবেদন বিবেচনায় নিয়ে বিয়ের অনুমতি দিয়েছেন। খবর বিডিনিউজের। এ ব্যাপারে সন্তোষ প্রকাশ করে স্টেলা বলেন, আশা করছি, আমাদের বিয়েতে আর কোনও বাধা আসবে না।
যুক্তরাজ্যে বিবাহ আইন ১৯৮৩ অনুযায়ী, বন্দিরা কারাগারে বিয়ের জন্য আবেদন করার সুযোগ পান। আবেদন মঞ্জুর হলে সব খরচ নিজেদের মিটিয়ে বিয়ে করতে হয় তাদের। অ্যাসাঞ্জ এবং স্টেলাও এখন কারাগারেই আইনানুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন এবং বিয়ের খরচ তাদের নিজেদেরই বহন করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধকারাগারে ১১৩ দিনের অনশনে মিকদাদের বিজয়!
পরবর্তী নিবন্ধমিয়ানমারে মার্কিন সাংবাদিকের ১১ বছরের কারাদণ্ড