কারবালা সত্য ও ন্যায়ের পক্ষে অনড় থাকার শিক্ষা দেয়

মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিলে বক্তারা

| বৃহস্পতিবার , ২০ জুলাই, ২০২৩ at ১০:১৯ পূর্বাহ্ণ

শোহাদায়ে কারবালা ও হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্‌হুর স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটির ১৩২নং শাখা ও ১৭৮ নং হাজীপাড়া শাখার সম্মিলিত উদ্যোগে অক্সিজেন নয়ারহাট কুয়াইশ সংযোগ রোডস্থ অনন্যা স্কয়ারে এশায়াত মাহফিল গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। চবি গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জালাল আহমদের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য দেন, মাওলানা মুহাম্মদ আব্দুল হক, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নুরী প্রমুখ। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক মুহম্মদ ফোরকান মিয়া।

মাহফিলে বক্তারা বলেন, কারবালা মুসলমানদের অসত্য ও অন্যায়ের পক্ষে আপস না করে সত্য ও ন্যায়ের পক্ষে অনড় থাকার শিক্ষা দেয়। ইমাম হোসাইন (রা.) তাঁর পরিবারবর্গ ও সাথীদের নিয়ে কারবালা প্রান্তরে জীবন উৎসর্গের মাধ্যমে মুসলমানদের এ শিক্ষা দিয়ে গেছেন। যা মুসলমানদের আজীবন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার প্রেরণা যোগাবে।

শেষে দেশজাতির উন্নতিঅগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদকিয়াম শেষে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউনিয়ন ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা বিষয়ক প্রচারণা
পরবর্তী নিবন্ধআয়ুব-বিবি সিটি কর্পোরেশন স্কুলে ‘সততা স্টোর’র যাত্রা শুরু