কারখানায় স্বাস্থ্যবিধি তদারকিতে বিজিএমইএ নেতৃবৃন্দ

| রবিবার , ৪ জুলাই, ২০২১ at ৭:৩৫ পূর্বাহ্ণ

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি স্বাস্থ্যবিধি যথাযথভাবে কারখানায় প্রতিপালন হচ্ছে কিনা তা তদারকির জন্য বিজিএমইএর পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বিজিএমইএ নেতৃবৃন্দ স্মার্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান নাসিরাবাদস্থ অ্যাপারেল প্রমোটারস লিঃ পরিদর্শন করেন। কঠোর লকডাউন পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি পালনে শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন- বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক তানভীর হাবিব, এ এম শফিউল করিম খোকন, মো. হাসান জ্যাকী, স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, চলমান কঠোর লকডাউনের মধ্যেও জীবন জীবিকার স্বার্থে বিজিএমইএর অনুরোধের প্রেক্ষিতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনপূর্বক সরকার পোশাক কারখানা চালু রাখার অনুমতি প্রদান করেছেন। করোনা সংক্রমণ প্রতিরোধে পোশাক শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারীদের যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক কারখানায় উৎপাদন কার্যক্রম পরিচালনা করে জাতীয় রপ্তানির ধারা অব্যাহত রাখায় শ্রমিক-কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। স্বাস্থ্যবিধি প্রতিপালনে কারখানার মালিক-শ্রমিক ও সংশ্লিষ্টদের প্রতি সদা সতর্ক থাকার অনুরোধ জানান।
বিজিএমইএর মনিটরিং টিম কারখানা পরিদর্শন কার্যক্রমের আওতায় শ্রমিকদের কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার নিশ্চিত করা, কারখানায় প্রবেশের সময় জীবানুনাশক/ সাবান দিয়ে হাত ধোয়া ও পা পরিস্কার করা, থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপা, কর্মক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা, বিজিএমইএ হাসপাতালে করোনা টেস্ট ও পর্যাপ্ত চিকিৎসা সুবিধা বিষয়ে অবহিত করাসহ বিজিএমইএ প্রকাশিত স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে বিভিন্ন তথ্য সম্ভলিত পোস্টার, ব্যানার এবং ডাইফ প্রদানকৃত পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য বিষয়ক নির্দেশিকা শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়।
এছাড়াও কারখানায় যথাযথ সামাজিক দূরত্ব বজায় রাঝা, সেকশান/ ফ্লোর অনুযায়ী ভিন্ন ভিন্ন সময়ে ছু্‌িট প্রদান এবং দূরবর্তী শ্রমিকদের জন্য প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থপনায় পরিবহণ ব্যবস্থা যথাযথভাবে নিশ্চিতকরণে বিজিএমইএ মনিটরিং টিম নিয়মিতভাবে মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে স্বাস্থ্যবিধি না মানায় ২শ ৬২ জনকে জরিমানা
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালে করোনা ট্রিটমেন্ট কমিটির সভা