কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসে ইয়াবা পাচার

লোহাগাড়ায় আটক ২

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৪ মার্চ, ২০২১ at ৫:৪৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে ১২ হাজার ২শ পিস ইয়াবাসহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। গত শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পার্বত্য বান্দরবানের লামা থানার ফাইতং ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইউসুফের পুত্র মোহাম্মদ নুর কামাল (২৪) ও ভোলার চরফ্যাশন থানার হাজারিগঞ্জের মোহাম্মদ মফিজ (২৬)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে নুর কামালের কাছ থেকে ২ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া একটি কাভার্ডভ্যানে তল্লাশি করে মফিজের কাছে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সংক্রান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়। শনিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশেষ হলো জাতীয় পিঠা উৎসব
পরবর্তী নিবন্ধপাপুলের আসনে আ.লীগের মনোনয়ন পেলেন নুরউদ্দিন