মীরসরাই উপজেলার বারইয়ারহাটে সড়ক দুর্ঘটনায় আজহারুল ইসলাম অপু (২৪) ও সাইদুল হোসেন (২৫) নামে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়াহাট পৌরসভার খান সিটি সেন্টার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বেপরোয়া কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন তারা, সেই সঙ্গে শেষ হয়ে গেল তাদের জীবনের সব স্বপ্ন। নিহত অপুর বাড়ি ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া, সাইদুলের বাড়ি একই উপজেলার উত্তর মন্দিয়া গ্রামে।
হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ি ইনচার্জ মো. শরফুদ্দিন জানান, চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলকে একইমুখী একটি কাভার্ডভ্যান চাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন অপু। মোটরসাইকেল আরোহী অপর যুবক সাইদুলকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনাস্থল থেকে মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। জুমার পর এই দুর্ঘটনা ঘটনায় রাস্তা কিছুটা ফাঁকা ছিল। এতে করে কাভার্ডভ্যানটি পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে ছাগলনাইয়া এলাকা সূত্রে জানা গেছে, আহত যুবক সাইদুল চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টায় মৃত্যুবরণ করেন।