কাবাডিতে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ

| রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০৭ পূর্বাহ্ণ

পাঁচ দশকের বেশি সময় পর কাবাডি টেস্ট সিরিজ খেলতে নেমে আলো ছড়াল বাংলাদেশ। নেপালকে উড়িয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল মিজানুররাজিবরা। পল্টনে শনিবার সিরিজের প্রথম ম্যাচে ৫৩২৯ পয়েন্টে জিতেছে বাংলাদেশ। প্রথমার্ধে আধিপত্য করে ২৮১১ পয়েন্টে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। সিরিজে ১০ ব্যবধানে এগিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে কোর্টে নামবে আজ রোববার। এরপর ২৫, ২৬ ও ২৮ ফেব্রুয়ারি হবে বাকি তিনটি ম্যাচ।

পূর্ববর্তী নিবন্ধঅজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজে বেল্ট প্রদান
পরবর্তী নিবন্ধকক্সবাজারের মেরিন ড্রাইভে ২০০ কি.মি.আলট্রা ম্যারাথন