জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে গতকাল সোমবার রাঙামাটিতে বর্ণিল আয়োজনে শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় কাপ্তাই হ্রদের বন্দুকভাঙ্গা-শহীদ মিনার অংশে এ নৌকা বাইচ শুরু হয়। এ উপলক্ষে এলাকাজুড়ে উৎসবের আমেজ ছিল। শহীদ মিনার এলাকা সাজানো হয়েছিল বর্ণিল সাজে। বিভিন্ন লোকজন নৌকা বাইচ উপভোগ করতে জড়ো হয় অনুষ্ঠানস্থলে। শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি নৌকা বাইচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। প্রধান অতিথি বলেন, আজকে খুশির দিন, কিন্তু দুঃখের বিষয়। অতীতেও অনেক রাজনৈতিক হত্যাকান্ড ঘটেছে। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে কখনো ঘটেনি। ঐসময় ঘাতকের গুলি থেকে রক্ষা পায়নি ছোট শিশু শেখ রাসেলও। অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ, পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মো. মুুছা মাতব্বর ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম বক্তব্য রাখেন। প্রতিযোগিতায় মোট ৪টি ইভেন্টের মধ্যে ৩৪টি দল অংশগ্রহণ করে । এর মধ্যে বিভিন্ন দুর্গম এলাকা হতে অংশগ্রহণকারী পুরুষ সাম্পান প্রতিযোগিতায় ১০টি দল, প্রতিটি দলে ২জন করে, মহিলা ছোট নৌকা প্রতিযোগিতায় ১১টি দল, প্রতিটি দলে ২জন করে. পুরুষ বড় নৌকা প্রতিযোগিতায় ৯টি দল, প্রতিটি দলে ২১জন করে. এবং মহিলা বড় নৌকা প্রতিযোগিতায় ৪টি দল, প্রতিটি দলে ১৫জন করে প্রতিযোগী অংশগ্রহণ করেছে। মহিলা ছোট নৌকা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন সুপর্না ত্রিপুরা ও সাথী, ২য় স্থান অধিকার করেছেন কল্পনা ত্রিপুরা ও সাথী এবং ৩য় স্থান অধিকার করেছেন শান্তি দেবী ত্রিপুরা।
পুরুষ সাম্পানে ১ম স্থান অধিকার করেছেন জলকান্তি ত্রিপুরা এবং ২য় স্থান অধিকার করেছেন জামাল উদ্দিন। পুরুষ বড় নৌকা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন শিরমনি ত্রিপুরা ও তার দল, ২য় স্থান অধিকার করেছেন সবিল ত্রিপুরা ও তার দল এবং ৩য় স্থান অধিকার করেছেন যুবরাজ ত্রিপুরা ও তার দল। মহিলা বড় নৌকা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন চিকনা ত্রিপুরা ও তার দল এবং ২য় স্থান অধিকার করেছেন সবিতা ত্রিপুরা ও তার দল। এসময় রাঙ্গামাটির সদর ও বিভিন্ন দুর্গম এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শক ও ক্রীড়ামোদী জনসাধারণ নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।প্রতিযোগিতায় প্রতিযোগিদের নগদ অর্থ প্রদান করা হয়েছে। বাইচের চারটি বিভাগে মোট ১৫টি দল অংশ নিয়েছে।