রাঙামাটির বরকল উপজেলার জগন্নাথছড়া এলাকায় ইঞ্জিনচালিত নৌকা ডুবে উত্তরা চাকমা (১২) নামে এক স্কুলছাত্রী কাপ্তাই হ্রদে নিখোঁজ রয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) সকালে একটি লঞ্চ ও ইঞ্জিনচালিত নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১০ জন যাত্রীসহ নৌকাটি কাপ্তাই হ্রদে ডুবে যায়। নৌকার অন্য যাত্রীরা সাঁতার কেটে তীরে যেতে পারলেও স্কুলছাত্রী উত্তরা চাকমা পানিতে ডুবে যায়।
জানা গেছে, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও স্থানীয়রা আজ শুক্রবার দিনভর উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ স্কুলছাত্রীর কোনো হদিস পায়নি।
বরকল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যামরতন চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরা চাকমা রাঙামাটি শহরের ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।