কাপ্তাই হ্রদে নিখোঁজ স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ১৫ জানুয়ারি, ২০২৪ at ৯:৫৬ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজ ১ স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নে জগন্নাছড়া এলাকা থেকে পুলিশ ও স্থানীয়রা লেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে। উত্তরা চাকমা (১২) রাঙামাটি শহরের ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটি বরকলে দুদিন আগে কাপ্তাই হ্রদে নৌ দুর্ঘটনায় নিখোঁজ হন উত্তরা। গতকাল রোববার সকাল ৯টায় পূণ্য কুমার চাকমা নামে এক ব্যক্তি তার লাশ নদীতে ভাসমান অবস্থায় দেখতে পান। তিনি তাৎক্ষণিক লোকজনকে খবরটা দিলে পাশ্ববর্তী লোকজনও থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। পরবর্তীতে বরকল থানা পুলিশ এসে তাদের নেতৃত্বে স্থানীয় লোকজনের সহযোগিতায় নদীর কিনারা থেকে লাশটি উদ্ধার করে।

আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা বলেন, ঘটনার শুরু থেকেই ক্ষতিগ্রস্তদের পাশে থাকার চেষ্টা করেছি। সকালে লাশ ভেসে উঠার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। লাশটি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় উদ্ধার করে পরিবারের হাতে হস্তান্তর করার ব্যবস্থা করা হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিনহাজ আহমেদ ভূঁইয়া জানান, গতকাল সকাল ৯টার দিকে জগন্নাথছড়া এলাকায় লাশটি ভেসে উঠে। পরে সেটি উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার সকাল সাড়ে নয়টায় টমটম (বার্মিজ বোট) যোগে স্কুল ছাত্রী উত্তরা চাকমা সহ ১০জন যাত্রী নিয়ে বরকল সদরের উদ্দেশ্য যাচ্ছিল। ওসময় জগন্নাথছড়ামুখ এলাকায় কাপ্তাই হ্রদে পৌঁছালে বিপরীতমুখী একটি বড় লঞ্চ দ্রুতগতিতে এসে টমটম বোটের উপর দিয়ে উঠে যায়। এতে ছোট বোটটি ডুবে গেলে বাকী যাত্রীরা প্রাণে বাঁচলেও নিখোঁজ হন উত্তরা চাকমা।

পূর্ববর্তী নিবন্ধদুর্বৃত্তের আগুনে জেলেদের নৌকা ও জাল পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধছাদ বাগানে কাজ করার সময় পড়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু