ভ্রমণ বিনোদন শিল্প কারখানা এবং সরকারি বেসরারি বিভিন্ন স্থাপনার কারণে কাপ্তাই উপজেলার গুরত্ব অপরিসীম। দেশের সর্ববৃহৎ শিল্প কারখানা কর্ণফুলী পেপার মিল এবং কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাইএ অবস্থিত। এছাড়াও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন, লেমউড কারখানা, সেনাবাহিনীর ২টি ইউনিট, নৌবাহিনীর একটি প্রশিক্ষণ ঘাঁটি, ২টি আনসার ব্যাটালিয়ন, ২টি পুলিশ থানা উপজেলায় রয়েছে। পাশাপাশি উপজেলা পর্যটন এলাকা হিসেবেও পরিচিত। এসব পর্যটন এলাকায় প্রতিদিন দূরদূরান্ত থেকে অসংখ্য পর্যটক ভ্রমণ ও বিনোদন করতে আসেন। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে পিকনিক করার জন্যও বিপুল সংখ্যক সাধারণ মানুষ কাপ্তাইয়ে আসেন। প্রতিদিন শতশত যানবাহনে চড়ে মানুষ প্রয়োজনে প্রতিদিন কাপ্তাই আসেন। কিন্তুসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বেশ কয়েকটি বিপজ্জনক বাঁক রয়েছে। বিশেষ করে কাপ্তাই সড়কের ৭টি বাঁক চরম ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। এসব বাঁক পেরিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে পদে পদে ঝুঁকির মধ্যে পড়ছে। বাস চালক মো. সোনা মিয়া বলেন, কাপ্তাই সড়ক অত্যন্ত সুন্দর। সড়কের কোথাও খানাখন্দ নেই। গাড়ি চালাতে বেশ আরামই লাগে। কিন্তু বেশ কয়েকটি বাঁক থাকার কারণে সড়কে নিরাপদে গাড়ি চালানো সম্ভব হয়না। বিশেষ করে উপজেলা সদর বরইছড়িতে বেশ কয়েকটি বিপজ্জনক বাঁক রয়েছে। নতুন কোন চালক হলে এসব বাঁক পেরিয়ে গাড়ি চালাতে হিমশিম খেতে হয়। এছাড়াও সড়কের চিৎমরম এলাকাতেও বেশ কয়েকটি বাঁক রয়েছে। সবগুলো বাঁকই বিপজ্জনক। তবে সড়কের ৭টি বাঁক চরম ঝুঁকিপূর্ণ। এসব বাঁককে ঝুঁকিমুক্ত করার জন্য চালকরা যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি জানান। এ ব্যাপারে রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কাপ্তাই সড়কে বেশকয়েকটি ঝূঁকিপূর্ণ বাঁক থাকার কথা স্বীকার করেন। তিনি বলেন, দেশে ভবিষ্যতে সবগুলো সড়ক ৪ লেনে উত্তীর্ণ করা হবে। কাপ্তাই সড়ক বর্তমানে ২ লেনে আছে। এই সড়কটিও ভবিষ্যতে ৪ লেনে নির্মিত হবে। তখন যত বিপজ্জনক বাঁক রয়েছে সেগুলো বিপদমুক্ত করে যতটা সম্ভব সোজা করার চেষ্টা করা হবে বলে তিনি জানান। বর্তমানে সড়কে বাঁক থাকলেও এই সড়ক পথেই যাতায়াত করতে হবে। তাই যতটা সম্ভব সাবধানতার সাথে যানবাহন পরিচালনা করার জন্য তিনি সকল প্রকার যানবাহনের চালকদের প্রতি অনুরোধ জানান।