কাপ্তাই ন্যাশনাল পার্কে লজ্জাবতী বানর অবমুক্ত

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ২৯ মে, ২০২৪ at ৮:০৩ পূর্বাহ্ণ

কাপ্তাই ন্যাশনাল পার্কে গতকাল মঙ্গলবার একটি লজ্জাবতী বানর অবমুক্ত করেছে বন বিভাগ। বানরটি গত ২৭ মে রাঙ্গামাটি থেকে বন বিভাগের কর্মীরা উদ্ধার করেছিল। জানা গেছে উদ্ধার হওয়া বানরটিকে কাপ্তাই ন্যাশন্যাল পার্কে অবমুক্ত করার জন্য নিদের্শনা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ডিএফও মো. জাহিদুর রহমান মিয়া। ডিএফও জাহিদুর রহমান মিয়া বলেন, এক সময় পার্বত্য চট্টগ্রামে প্রচুর লজ্জাবতী বানর দেখা গেলেও বর্তমানে এই বানরের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। বনজঙ্গলে সাধারন মানুষের আনাগোনা বৃদ্ধি এবং বনে উপযোগী খাবার না পেয়ে এসব প্রাণী প্রায় সময় লোকালয়ে চলে আসে। আবার অনেক মানুষ বিভিন্ন ফাঁদ পেতে বানর ধরে। তিনি লজ্জাবতী বানরসহ যে কোন ধরণের বন্য প্রাণী না ধরার জন্য এবং এসব প্রাণীর কোন ক্ষতি হয় এমন আচরণ না করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।

জানা গেছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কর্তৃক গত এক বছরে কাপ্তাই ন্যাশনাল পার্কে ১৮টি অজগর অবমুক্ত করা হয়। বনবিভাগের দায়িত্বশীল একটি সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের মধ্যে কাপ্তাই ন্যাশন্যাল পার্ক বিভিন্ন ধরণের জীব জন্তু ও পশু পাখির জন্য এখনো নিরাপদ। পার্কে হরেক রকমের বন জঙ্গল এবং গাছপালায় ভরপুর রয়েছে। এই পার্কে সাধারণ মানুষের পদচারণাও অনেক কম। তাই বন্য প্রাণীর অভয়ারণ্য হিসেবে যে কোন দুর্লভ প্রাণী উদ্ধার হলে এগুলি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঢলের পানিতে ভাঙল নারানগিরি সাঁকো, বিচ্ছিন্ন গ্রামবাসী
পরবর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই