কাপ্তাই নুরুল হুদা কাদেরী স্কুল আঞ্চলিক সেমিফাইনালে

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৩৯ পূর্বাহ্ণ

৫৩তম শীতকালীন ক্রীড়া ক্রিকেটের আঞ্চলিক পর্যায়ের খেলা গতকাল সোমবার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় কাপ্তাই উপজেলা সদরে অবস্থিত বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী স্কুল বনাম হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ স্কুলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী স্কুল ১৪ রানের ব্যবধানে ফতেয়াবাদ স্কুলকে পরাজিত করে আঞ্চলিক পর্যায়ে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে। বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া জানান খেলাটি চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। ছাত্ররা কঠোর পরীশ্রম করে বুদ্ধিমত্তার সাথে খেলে বিজয়ী হবার গৌরব অর্জন করে। বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের আঞ্চলিন পর্যায়ে ভালো খেলে বিজয়ী রাঙ্গামাটি পার্বত্য জেলার মর্যাদা বৃদ্ধি করায় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড় এবং শিক্ষকদের ধন্যবাদ জানান। এছাড়াও বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়কে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, বিদ্যালয়ের দাতা সদস্য আমিনুর রশীদ কাদেরী, কাপ্তাই হাইস্কুলের প্রধান শিক্ষক মাহবুব হাসানসহ সর্বস্তরের জনগণ বরইছড়ি বিদ্যালয়ের খেলোয়াড় ও শিক্ষকদের ধন্যবাদ জানান। পরবর্তী খেলায়ও এই উচ্চবিদ্যালয় ভালো ফলাফল অর্জন করবে বলে তাঁরা প্যত্যাশা করেন।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা চৌধুরীপাড়ায় আন্তঃলংপিচ টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বোট ক্লাবে সিবিসি টেবিল টেনিস টুর্নামেন্টের উদ্বোধন