কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ৪ জুন, ২০২৪ at ১১:১৯ পূর্বাহ্ণ

কাপ্তাই জাতীয় উদ্যানে বেঙ্গল স্লো লরেস নামের একটি লজ্জাবতী বানর অবমুক্ত করেছে বন বিভাগ। গতকাল সোমবার পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বনকর্মীরা বিপন্ন প্রজাতির বানরটি অবমুক্ত করেন। এদিন রাঙামাটি সদর উপজেলার কাটাছড়ি নতুনপাড়া এলাকা থেকে বানরটি উদ্ধার করে বন বিভাগ।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী বলেন, সোমবার রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল হামিদসহ বন বিভাগের সদস্যরা সদর উপজেলার কাটাছড়ি নতুনপাড়ার একটি বাসা থেকে বানরটিকে উদ্ধার করেন। পরে বানরটি কাপ্তাই রেঞ্জে হস্তান্তরের পর বনে অবমুক্ত করা হলো।

এর আগে, গত ২৮ মে লোকালয় থেকে উদ্ধার করা একটি লজ্জাবতী বানর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করে বন বিভাগ। ১৭ মে কাচালং সংরক্ষিত বনের আওতাধীন রাঙ্গিপাড়া সংরক্ষিত বনে আরও একটি লজ্জাবতী বানর অবমুক্ত করে বন বিভাগ।

উল্লেখ্য, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় বিপন্ন প্রজাতির বেঙ্গল স্লো লরিস নামের লজ্জাবতী বানরটি লাল তালিকাভুক্ত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনারীদের প্রশিক্ষিত করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ
পরবর্তী নিবন্ধপাহাড়ি ঝর্ণা এলাকায় দুর্ঘটনা রোধে নেই প্রয়োজনীয় ব্যবস্থা