কাপ্তাই চট্টগ্রাম মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। প্রতিদিন হাজার হাজার যানবাহন এই সড়কপথে চলাচল করে। কিন্তু সড়কের উপর বিভিন্ন মালামাল রাখাসহ, সড়কের একেবারে কাছ ঘেঁষে দোকানপাট ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলায় এই সড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারছেনা। কাপ্তাই–ঢাকা চলাচলকারী যাত্রীবাহী হানিফ পরিবহনের চালক বলেন, এই সড়কে প্রতিমুহুর্তে ঝুঁকি নিয়ে চলাচল করছি। কখন কোন মুহুর্তে দুর্ঘটনায় পড়ি, কোন গাড়ির সাথে আমার গাড়ি লেগে যায়, কখন পথচারী চাপা পড়ে সারাক্ষণ এই ভয় ও আতঙ্কের মধ্যে থেকে সড়কে গাড়ি চালাতে হচ্ছে।
সরেজমিন পরিদর্শনে দেখা গেছে কাপ্তাই সড়কের লিচুবাগান থেকে শুরু করে চট্টগ্রামের রাস্তার মাথা পর্যন্ত সড়কের দুই পাশে বিভিন্ন দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন গাড়ির স্ট্যাণ্ড এবং বিভিন্ন স্থানে একেবারে রাস্তার উপর বিভিন্ন রকমের মালামাল রাখা আছে। এর মধ্যে কোথাও কোথাও সড়কের উপর রিঙা, সিএনজিসহ বিভিন্ন ছোটবড় গাড়িও পার্কিং করে রাখা আছে। আবার লিচুবাগান থেকে কাপ্তাই পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে প্রায় একই রকম অবস্থা। সড়ক জুড়ে চলছে চরম অব্যবস্থা ও অরাজকতা। লিচুবাগানের পথচারি মামুন হোসেন বলেন, সড়কে গাড়ির এমন বেশি চাপ থাকে যে পথচারিরা পায়ে হেঁটেও রাস্তার পাশ দিয়ে চলাচল করতে পারছেন না।
এব্যাপারে রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, কাপ্তাই চট্টগ্রাম মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারনের যানবাহন চলাচলের পাশাপাশি এবং প্রতিদিন শতশত পিকনিকের গাড়িও এই পথে চলাচল করে থাকে। ভবিষ্যতে কাপ্তাই সড়ক চার লেনে উত্তীর্ন করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি অচিরেই এই সড়কের উভয় পাশে ফুটপাথ নির্মাণের কাজও শুরু হবে। ৭০ বছর আগে নির্মিত সড়ক এখনো আগের মতই আছে। তবে এরমধ্যে বেড়েছে যানবাহনের সংখ্যা।