কাপ্তাই উপজেলায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৪ at ১২:০৭ অপরাহ্ণ

কাপ্তাই উপজেলার কর্ণফুলী স্টেডিয়ামে গতকাল বড়ইছড়ি ফুটবল একাডেমি কর্তৃক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। কক্সবাজারের রামু একাদশ বনাম কাপ্তাই উপজেলার বরইছড়ি ফুটবল একাডেমির মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল ম্যাচ উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বরইছড়ি ফুটবল একাডেমির সভাপতি মোঃ দিলদার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবির খিয়াং, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন আজাদ, ওয়াগ্‌গা মৌজার হেডম্যান অরুন তালুকদার, জাতীয় দলের সাবেক খেলোয়াড় আসলাম খান ও মংসিলা মারমা। খেলা পরিচালনা করেন মাহবুব হাসান বাবু, কল্যান বিকাশ তনচংগ্যা এবং আব্দুল কাদের। যৌথ ধারাভাষ্যে ছিলেন মোঃ ইব্রাহিম ও আবু ইউসুফ বাবু। রামু দলের খেলোয়াড়রা হলেন শামিম, আশিক, রিদুয়া, আকিব, ছোটন, প্রবাল, ইমন, সাহেদ, দিদার, ইমরান, বাবু, তুষার, হাবিব, সোহেল এবং চাঁদ। বরইছড়ি ফুটবল একাডেমির খেলোয়াড়রা হলেন ডোমরিন রাখাইন, লুকাস খিয়াং, লিটন নাথ, হৃদয় ধর, রিমন বড়ুয়া, অপু, শাহাদাত, রাব্বী, অন্তু মল্লিক, শুভ, হৃদয়, জাহাঙ্গীর, ফরহাদ এবং রিমন। খেলা শেষে প্রধান অতিথি মোঃ মহিউদ্দিন উভয় দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি বিতরণ করেন। খেলা উপভোগ করার জন্য মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশ বিষয়ক সম্মেলন
পরবর্তী নিবন্ধকানপুরে বানর ঠেকাতে লেঙ্গুর নিয়োগ