কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিল আবাসিক এলাকা থেকে ৭ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত ১০টার সময় কেপিএম আবাসিক এলাকাধীন কেআরসি খেলার মাঠ সংলগ্ন জঙ্গলে সাপটিকে দেখেন স্থানীয় জনগণ। স্থানীয় শাহাদাত হোসেন, ইমরান হোসেন, আকাশ এবং মাকসুদ কৌশলে অজগরটিকে বস্তাবন্দি করে স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ডিএফও মো. জাহিদুর রহমান মিয়ার নির্দেশে অজগরটিকে গতকাল শনিবার কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।