কাপ্তাই উপজেলায় অবৈধভাবে চোলাই মদ পাচারের সময় ৪১ বিজিবি কর্তৃক ৫০ লিটার দেশীয় মদ এবং মদ পরিবহনের কাজে ব্যবহৃত একটি অটোরিক্সা জব্দ করা হয়। মদ পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে অটোরিক্সা চালক মো. মজিবুল্লাহকে (২৬) আটক করা হয়। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার ঘাগড়া–বরইছড়ি সড়কে। জানা যায়, অটোরিক্সাটি ঘাগড়া থেকে কাপ্তাই উপজেলা সদর বরইছড়িতে আসার সময় কুকিমারা নামক স্থানে বিজিবি চেকপোষ্টে হাবিলদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা অটোরিক্সাটিকে তল্লাশি করেন। এসময় চোলাই মদসহ অটোরিক্সাটি জব্দ এবং চালককে আটক করা হয়। পরে মদসহ অটোরিক্সা এবং ধৃত আসামীকে কাপ্তাই থানায় সোপর্দ করা হয়। থানার ওসি মো.কায় কিসলু চোলাইমদসহ অটোরিক্সা জব্দ এবং একজন আসামী আটকের সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলেও ওসি জানান।