কাপ্তাইয়ে ৪শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ২১ জুন, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে ৪শ ৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গতকাল বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে। এসময় প্রত্যেক কৃষককে ৫ কেজি আমন বীজ ধান, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরিতে বীজ ধান ও সার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী। কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরাম আহমেদের সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা বাপ্পা মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এনামূল হক হাজারী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি সমপ্রসারণ কর্মকর্তা সনজিব ঘোষ, কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির হোসন এবং প্রেসক্লাবের সম্পাদক ঝুলন দত্ত। কৃষকদের হাতে বিনামূল্যে বীজ ধান ও সার তুলে দিয়ে প্রধান অতিথির বক্তব্যে অংসুইছাইন চৌধুরী বলেন, আমরা প্রকৃত কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল বীজ ধান এবং সার বিতরণ করেছি। আশা করি কৃষক এবার ভালো ফলন ফলাতে পারবেন। কৃষি সংক্রান্ত যে কোন কাজে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবেবে বলে জানান কৃষি কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধকি ছু জা না কি ছু অ জা না
পরবর্তী নিবন্ধপার্বত্য উন্নয়ন বোর্ডের গুড় উৎপাদনের গুরুত্ব ও সম্ভাবনা শীর্ষক সেমিনার