কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে অপহরণ

উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ১৯ ডিসেম্বর, ২০২০ at ৫:৫৮ অপরাহ্ণ

কাপ্তাই উপজেলায় যুবলীগের এক নেতাকে অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহরণ করেছে বলে জানা গেছে। অপহৃত পাইওখ্যাই মারমা উপজেলার চিৎমরম ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। সন্ত্রাসীরা তাকে গভীর পাহাড়ী এলাকায় নিয়ে গেছে বলে পুলিশ ধারণা করছে। স্থানীয় সুত্র জানায় বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে কয়েক জন সন্ত্রাসী পাইওখ্যাই মারমাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাবার সাথে সাথে পুলিশ পাইওখ্যাই মারমাকে উদ্ধারে অভিযান শুরু করে। কাপ্তাই সেনাবাহিনীও পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করছে। গতকাল (১৮ ডিসেম্বর) রাত ১০টা পর্যন্ত পাইওখ্যাই মারমার কোনো সন্ধান পাওয়া যায়নি। চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান একাধিক টিম পাইওখ্যাই মারমাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। এদিকে পাইওখ্যাই মারমাকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী এবং সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল। তাকে উদ্ধার করার দাবিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ চিৎমরম এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। গতকাল (১৮ ডিসেম্বর) রাত ১০টা পর্যন্ত এই ঘটনায় থানায় কোন মামলা হয়নি বলে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান।

পূর্ববর্তী নিবন্ধইসি ও প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন সুষ্ঠু হবে না
পরবর্তী নিবন্ধতমা মির্জার বিরুদ্ধে স্বামীর মামলা