কাপ্তাইয়ে ৪১ বিজিবি’র উদ্যোগে গতকাল সোমবার ওয়াগ্গাছড়া জোন ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থানীয় গরীব নারী পুরুষের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুদান প্রদান করেন ওয়াগ্গাছড়া জোনের অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ। এ সময় জোন অধিনায়ক বলেন, ৪১ বিজিবির উদ্যোগে স্থানীয় গরীব জনগণের মাঝে সবসময় অনুদান ও বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়। সেই ধারাবাহিকতায় সমপ্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অনুদান প্রদানের আয়োজন করা হলো। এই অনুদান প্রদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।