কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে গুণীজন সংবর্ধনা

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ৯ জুলাই, ২০২২ at ৯:০৮ পূর্বাহ্ণ

কাপ্তাই শিল্পকলা একাডেমীর উদ্যোগে উপজেলার বিশিষ্ট শিল্পী, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতাসহ সাংস্কৃতিক ব্যক্তিত্ব গুণীজনদের বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ঝুলন দত্ত জানান, ৬০ বছর বয়সঊর্ধ্ব জীবিত ও মরণোত্তর ২০ জন গুণি শিল্পীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ার‌্যান মো. মফিজুল হক। গেস্ট অব অনার ছিলেন ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৌটুসি খন্দকার এবং কর্ণফুলী পেপার মিলের এমডি প্রকৌশলী সুদিপ মজুমদার। অনুষ্ঠানে প্রয়াত শিল্পীদের মধ্যে সংবর্ধনা পান অনন্ত চৌধুরী, ডা. এস এম চৌধুরী, শেখ মতিউর রহমান, আবুল কাশেম মল্লিক ও নৃপতি ভট্টাচার্য্য। প্রয়াত শিল্পীদের পক্ষে তাদের পরিবারের সদস্যরা সংবর্ধনা গ্রহণ করেন। জীবিত শিল্পীদের মধ্যে সংবর্ধনা পান আপ্রুসী কারবারী, জন অশোক বাড়ৈ, মোজাহেরুল ইসলাম, এম ইসমাইল ফরিদ, ফারজানা হক, রফিকুল ইসলাম, জামাল উদ্দিন জালালী, রফিকুল ইসলাম তালুকদার, রনজিত মল্লিক, রনি একার্ড, সৈয়দ ওয়াহিদুল আলম, সূপর্ণা বাড়ৈ, বেলাল আহমেদ, এ বি ছিদ্দিক এবং মন্টু মল্লিক। সংবর্ধনা অনুষ্ঠানে প্রত্যেক শিল্পীকে তার আকর্ষনীয় একটি প্রতিকৃতি, সনদ পত্র প্রদান এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিল্পকলা একাডেমী প্রবীণ শিল্পীদের সম্মাননা জানাতে যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে তা সত্যি প্রশংসনীয় উদ্যোগ। প্রয়াত ও জীবিত শিল্পীদের সম্মাননা জানানোয় শিল্পী সমাজ উজ্জিবীত হবেন বলেও বক্তারা মন্তব্য করেন।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে সাত হাজার ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক
পরবর্তী নিবন্ধস্বেচ্ছাসেবী সংগঠন শিখরের নতুন কমিটি গঠন