কাপ্তাইয়ে বঙ্গবন্ধু ম্যারাথন

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:৪৬ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে অবস্থিত সেনাবাহিনীর ২৩ ইস্ট বেঙ্গলের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের অভ্যর্থনা ফটক থেকে ম্যারাথন শুরু হয়ে চিৎমরম পর্যন্ত গিয়ে সেখান থেকে ফিরে কাপ্তাই রিভার ভিউ পার্ক পর্যন্ত ৫ কিলো মিটার পথ নির্ধারণ ছিল এই ম্যারাথন দৌড়। সেনাবাহিনীর চার শতাধিক সদস্য ম্যারাথনে অংশ নেন। কাপ্তাই জোনের অধিনায়ক লে. কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক ম্যারাথন উদ্বোধন করেন। এসময় উপ-অধিনায়ক মেজর ইয়াসির আদনানসহ সেনাবাহিনীর কাপ্তাই জোনের সকল অফিসার উপস্থিত ছিলেন। ম্যারাথনে অংশ গ্রহণকারী প্রত্যেকের হাতে ছিল মোবাইল ফোন। সেই মোবাইল ফোনেই ম্যারাথনের শুরু এবং সমাপ্তি রেকর্ড করা হয় এবং সেই রেকর্ডের ভিত্তিতেই বিজয়ী নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদক ও সন্ত্রাস প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান
পরবর্তী নিবন্ধঅমর একুশের পূর্ণাঙ্গ ইতিহাস ও কোহিনূর ইলেকট্রিক প্রেস