কাপ্তাই উপজেলা সদরের বরইছড়ি বাজারে ডিপ ফ্রিজে জবাই করা চামড়াসহ মোরগ জব্দ করে অর্থদণ্ড করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
এসময় শাহনাজ বেগম পরিচালিত আহাদ স্টোরে ডিপ ফ্রিজে রাখা জবাই করা চামড়াসহ ৫টি মোরগ জব্দ করা হয়।
এই অপরাধে ভোক্তা অধিকার আইনের ৫২ ধারায় দুই হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়া করিম স্টোরের রেজাউল করিম এবং তুষার স্টোরের লিটন ভট্টাচার্য্যকে ভোক্তা অধিকার আইনের ৩৮ ধারায় এক হাজার টাকা হারে অর্থদণ্ড করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেন, “চামড়াসহ মোরগ ফ্রিজ করা দণ্ডনীয় অপরাধ।”
ভোক্তা অধিকার আইন মেনে চলার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান।
একই সাথে করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যও সবাইকে পরামর্শ দেন তিনি।