কাপ্তাইয়ে নারানগিরি উচ্চ বিদ্যালয়ে আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৫:১৪ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে অবস্থিত নারানগিরি সরকারি উচ্চবিদ্যালয়ে আন্তঃ শ্রেণি বালিকাদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্টে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বালিকা দল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে আনুষ্ঠানিকভাবে ট্রফি তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যানী বড়ুয়া। এসময় উপস্থিত কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী এবং কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী মোশাররফ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শারীরিক শিক্ষক বিপুল বড়ুয়াসহ অন্যান্য শিক্ষক মন্ডলী। টুর্নামেন্টে কোচ ছিলেন শুক্লা দাশ ও রেহেনা আক্তার। বিজয়ী দলের খেলোয়াড়রা হলেন ইপিকা বড়ুয়া (অধিনায়ক), মিহ্লা চিং মারমা, অংক্রাচিং মারমা, হ্লায়েসিং মারমা, সিংয়ইউ মারমা, এইসিং মারমা, ইম্যাসিং মারমা, হ্লাওয়াইসিং মারমা, অংমাচি মারমা, মাত্রনু মারমা, উহ্লাংমে মারমা এবং হ্লাহ্লাসিং মারমা। বালিকাদের উৎসাহিত করতে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী বিজয়ী দলের খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে আর্থিক অনুদান দিয়ে ভবিষ্যতে আরো ভালো খেলতে উদ্বুদ্ধ করেন।

পূর্ববর্তী নিবন্ধএবার দ্বৈতে লড়বেন ৪৫ বছর বয়সী ভেনাস
পরবর্তী নিবন্ধরাঙ্গামাটি জেলা ক্রীড়া অফিসের সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন