কাপ্তাই উপজেলার বরইছড়িতে একটি দোকানের ভেতর একটি দুর্লভ প্রজাতির সাপ ঢুকে পড়ে। সাপটি লম্বায় ছিল প্রায় সাড়ে ৮ ফুট। সাপের মাথার অংশ হালকা লাল। সাপের গলা থেকে পেটের আগ পর্যন্ত লম্বা কালো হালকা হলুদ ও ধুসর রঙের। পেটের নিচ থেকে লেজ পর্যন্ত ধুসর রঙের। সাপটিকে দোকানের ভেতর দেখে সবাই ভয়ে চিৎকার শুরু করেন।
এদিকে সাপটি বাঁচার জন্য এক দোকানের ভেতর থেকে আরেক দোকানে ঢুকে পড়ে। পরে লোকজন একটি দোকানের ভেতর ঢুকে লাঠি দিয়ে পিটিয়ে সাপটিকে মেরে ফেলেন। এটি কোন প্রজাতির সাপ তাৎক্ষণিক জানা যায়নি। তবে অনুরুপ একটি সাপ গত ২৫ আগস্ট উপজেলার রাইখালী ইউনিয়নের পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের একটি বসতবাড়ি থেকে পিটিয়ে মারা হয়েছিল বলে জানা গেছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যামেস্ট্রি বিভাগের ছাত্র কাজী সাইফ হোসেন সাপটি সম্পর্কে বলেন, আকারে অনেক লম্বা হলেও এটি বিসাক্ত কোনো সাপ নয়। এরা মূলত ইঁদুর ধরে খায়। আমাদের দেশে এরকম সাপ সচরাচর দেখা যায়না। এরকম একটি সাপ মেরো ফেলা কোনোভাবেই ভালো হয়নি বলে তিনি মন্তব্য করেন।