কাপ্তাইয়ে দুর্গম এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ৯ জুলাই, ২০২১ at ৬:৫১ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকা তিনছড়ি নামক স্থানে গতকাল বৃহস্পতিবার দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তবে তার পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে রাত ১০টার সময় চন্দ্রঘোনা থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তিনছড়ি নোয়াপাড়া নামক এলাকায়। চন্দ্রঘোনা থানা সুত্রে জানাগেছে গতকাল বৃহস্পতিবার দিনভর ঐ এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছিল। খবর পাবার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত। সেখানে মোবাইল নেটওয়ার্কও নেই এবং যোগাযোগ ব্যবস্থাও ভালো নয়। সারাদিন গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়ে তাৎক্ষনিক মৃত্যু বরণ করে। পুলিশ লাশের পরিচয় জানার চেষ্টা করছে। তবে রাত ১১টা পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। আজ শুক্রবার ময়না তদন্তের জন্য লাশ রাঙ্গামাটি মর্গে পাঠানো হবে বলে থানা সুত্রে জানা গেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ি দুটি সংঘটনের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচুনতিতে বাঁশ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে
পরবর্তী নিবন্ধপশু নিয়ে শঙ্কায় খামারিরা