কাপ্তাইয়ে অবস্থিত ৪১ বিজিবি ওয়াগ্গাছড়া জোন কর্তৃক গতকাল সোমবার স্থানীয় দরিদ্র পরিবারের মাঝে ঘর মেরামতের জন্য ঢেউটিন এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন এবং আর্থিক অনুদান তুলে দেন। ওয়াগ্গাছড়া জোনের পক্ষ থেকে ভবিষ্যতেও অনুরূপ মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে বিজিবি অধিনায়ক জানান।