কাপ্তাই উপজেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিন নতুন রোগী শনাক্ত হচ্ছে। নতুন করে ১৫ জন রোগী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
উপজেলার সবচেয়ে করোনা ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতাল এলাকা। এই এলাকায় প্রায় ঘরে ঘরে করোনা রোগী। কোনো কোনো পরিবারে তিনজন করেনায় আক্রান্ত হয়েছে বলেও জানা গেছে।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসক ডা. ওমর ফারুক উপজেলায় করোনা পরিস্থিতি প্রতিনিয়ত খারাপ হচ্ছে বলে স্বীকার করেছেন। তিনি বলেন, প্রায় প্রতিদিন নতুন রোগীর সন্ধান পাওয়া যাচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহারের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন। তবে করোনা পরিস্থিতি প্রচণ্ড খারাপ হলেও মানুষের মাঝে সতর্কতা সৃষ্টি করা সম্ভব হয়নি বলেও তিনি আক্ষেপ করেন। সামনের দিন গুলোতে করোনা পরিস্থিতি আরো খারাপ হবে বলেও ডা. ওমর ফারুক জানান।