কাপ্তাইয়ে কমছে বিদ্যুৎ উৎপাদন

লেকে পানির স্তর কম

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ৩:২৪ অপরাহ্ণ

কাপ্তাই লেকে পানির স্তুর দিন দিন কমে যাচ্ছে। পানি কমে যাওয়ায় কারণে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনও কমে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল সূত্রে জানা গেছে রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী আজ বুধবার (২৪ নভেম্বর) কাপ্তাই লেকে পানি থাকার কথা ১০৬.৪০ মীন সী লেভেল (এমএসএল) কিন্তু এখন লেকে পানি রয়েছে ১০১.৪১ এমএসএল। অর্থাৎ লেকে এখন ৫ ফুট পানি কম রয়েছে।

বর্তমানে বৃষ্টি না থাকায় এবং পাহাড়ি ঝর্ণাগুলো শুকিয়ে যাওয়ায় লেকের কোনো উৎস থেকে পানির স্তর বৃদ্ধি পাচ্ছে না। তার উপর প্রতিদিন বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। আর বিদ্যুৎ উৎপাদনে পানির ব্যবহারের কারণে লেকে পানির স্তর ধীরে ধীরে কমে যাচ্ছে।

রুলকার্ভের চেয়ে এখন কাপ্তাই লেকে ৫ ফুট পানি কম থাকার কথা স্বীকার করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের।

উল্লেখ্য, বর্তমানে ৪টি জেনারেটর বিদ্যুৎ উৎপাদনে চালু রয়েছে। এই চারটি জেনারেটর থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে যার পুরোটাই সঞ্চালন করা হচ্ছে জাতীয় গ্রিডে।

পূর্ববর্তী নিবন্ধফ্যান্টাসি কিংডমে বিনামূল্যে বিনোদনের সুযোগ পেল মজার ইশকুলের শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধচটের ব্যাগে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ