রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলায় আজ সোমবার (২৬ জুলাই) একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মো. ওমর ফারুক রনি সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হওয়ার কথা নিশ্চিত করে আজাদীকে বলেন, “আজ সোমবার মোট ২৬ জন করোনা শনাক্ত হয়েছেন। এই নিয়ে উপজেলায় করোনা রোগী সংখ্যা মোট ৩৮৬ জন। এর মধ্যে ৫ জন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন। অন্যরা হোম কোয়ারেন্টিনে থেকে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।”
ডা. ওমর ফারুক বলেন, “কাপ্তাই উপজেলায় প্রতিদিন করোনা রোগী শনাক্ত হলেও সাধারণ মানুষের মাঝে সচেতনতা নেই। এখনো মানুষ মাস্কবিহীন যত্রতত্র ঘোরাঘুরি করছেন। সামাজিক দূরত্বও কেউ মানছেন না। মানুষ নিজ থেকে সচেতন না হলে আইন প্রয়োগ করে কাউকে সচেতন করা সম্ভব নয়।”
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, “মানুষকে মাস্ক পরার জন্য এবং অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য বার বার অনুরোধ করা হলেও কেউ কথা শোনেন না। বরং পুলিশের কর্মকাণ্ডে কেউ কেউ বিরক্তবোধ করছেন। অনেকে পুলিশের সাথে কথা কাটাকাটিতেও জড়িয়ে পড়ছেন।”
তারপরও মানুষকে সচেতন করতে পুলিশের পক্ষ থেকে সব রকম পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।