কাপ্তাইয়ে ৪ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ১৮ মে, ২০২৪ at ৭:১২ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার মধ্য ভাগ দিয়ে প্রবাহিত হওয়া কর্ণফুলী নদীতে অবৈধভাবে কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে প্রায় ৪ লাখ টাকা মূল্যের জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

জানা গেছে, কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমানের নেতৃত্বে কর্ণফুলী নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় কর্ণফুলী নদী থেকে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ২০টি অবৈধ রিং জাল জব্দ করা হয়। জব্দ করা এসব অবৈধ জালের মূল্য আনুমানিক ৪ লাখ টাকা। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, নদীতে কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। কিন্তু কিছু কিছু মৎস্য শিকারী নিষেধাজ্ঞা অমান্য করে প্রায় সময় অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করছে। তিনি বলেন, কারেন্ট জাল নিষিদ্ধ। এর বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। পরে জব্দ করা কারেন্ট জাল এবং রিং জাল চৌধুরী ছড়ায় কর্ণফুলী নদীর তীরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ফেলা হয়। এসময় কাপ্তাই উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান ছাড়াও কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোশনের উপকেন্দ্র প্রধান মো. জসিম উদ্দিন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধশুধু ভালো ফলাফল অর্জন নয় পড়াশোনার মানও বাড়াতে হবে
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার মরিয়ম নগরে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন