শরীরের সাথে বেঁধে অভিনব কায়দায় পাচারের সময় ৪১ লিটার চোলাই মদ উদ্ধার করেছে কাপ্তাই থানা পুলিশ। জানা গেছে দুই নারী পরিধেয় কাপড়ের নিচে শরীরের সাথে বিশেষ কায়দায় বেঁধে অটো রিক্সায় চড়ে চোলাই মদ পাচার করছিল। গোপন সুত্রে খবর পেয়ে কাপ্তাই থানার মহিলা পুলিশ সদস্যরা রেশম বাগান ফরেনার্স চেক পোষ্টে অটো রিক্সাটি তল্লাশি করেন। এসময় তাদের শরীর থেকে পলিথিন ব্যাগে মোড়ানো ৪১ লিটার মদ উদ্ধার করা হয়। কাপ্তাই থানার ওসি মো. মাসুদ চোলাই মদ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন এবং আসামীদের রাঙ্গামাটি কোর্ট হাজতে পাঠানো হয়েছে বলে জানান।