Home বৃহত্তর চট্টগ্রাম কাপ্তাইয়ে ৩ দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা

কাপ্তাইয়ে ৩ দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা

0
কাপ্তাইয়ে ৩ দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভোক্তা অধিকার আইনে তিন দোকানকে ৮ হাজার টাকা জরিমানা দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ মার্চ) বড়ইছড়ির একটি দোকানকে ২ হাজার টাকা এবং আরেকটি দোকানকে একই আইনের ৫২ ধারা লঙ্ঘনের দায়ে ১০০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, মূল্যতালিকা প্রদর্শন করা করা এবং সড়ক বেদখল করে রাস্তার ওপর মালামাল রাখার দায়ে একই আইনের ৩৮ ধারায় কাপ্তাই নতুন বাজারের একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে কাপ্তাইয়ের ইএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন জানান, উপজেলা প্রশাসনের অভিযানের মাধ্যমে বাজার মনিটরিং করা হয়েছে এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। কিছু মেয়াদোত্তীর্ণ পন্য জনম্মুখে ধ্বংস করা হয়। এছাড়া প্রতিটি দোকানে মূল্যতালিকা প্রদর্শন এবং সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রয় করতে নির্দেশনা দেয়া হয়েছে। রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

ভ্রাম্যমান আদালতের অভিযানে কাপ্তাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, কাপ্তাই থানার ওসি মো. আবুল কালামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।