কাপ্তাইয়ে স্কুল শিক্ষার্থীদের ফুটবল প্রতিযোগিতা শুরু

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ১ জুন, ২০২৪ at ৭:৩৮ পূর্বাহ্ণ

ক্রীড়া পরিদপ্তর প্রনীত বার্ষিক কর্মসুচির আওতায় কাপ্তাই উপজেলায় অধ্যয়নরত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহণে আনুষ্ঠানিকভাবে ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে গতকাল। উপজেলা সদর বরইছড়িতে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন মিলন এবং ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া। খেলা পরিচালনা করেন ওয়াগগা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কল্যাণ বিকাশ তনচংগ্যা। খেলা উপভোগ করার জন্য উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থীরা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ এলো সিলভার স্ক্রিনে
পরবর্তী নিবন্ধচাইনিজ তাইপের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা