কাপ্তাইয়ে সরকারি কর্মকর্তাদের ৩ দিনের সেবা কার্যক্রম শুরু

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ মে, ২০২৪ at ৭:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩দিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রম উপজেলা হিসাবরক্ষণ বিভাগ কর্তৃক গ্রহণ করা হয়েছে। উক্ত সেবা কার্যক্রম গ্রহণ অনুষ্ঠানে উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়ে বেতনভাতা, পেনশন, জিপিএফসহ অন্যান্য বিষয়ে জরুরী সেবা প্রদান করা হয়। উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. এসকান্দারের সভাপতিত্বে সেবা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. এনামুল হক হাজারী, উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নাজমুল হাসান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের এস এ এস সুপারিনটেনডেন্ট অরুণাংশু তনচংগ্যা।অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের (সিএজি) ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করায় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে ধন্যবাদ জানান। পাশপাশি সরকারি কর্মকর্তারা যথাযথভাবে হিসাবরক্ষণ বিভাগের সার্বিক সহযোগিতা পাচ্ছেন বলেও উল্লেখ করেন। এবং ভবিষ্যতেও হিসাবরক্ষণ বিভাগের পক্ষ থেকে আন্তরিকভাবে সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ১৪ কোটি টাকার সরিষা উৎপাদন
পরবর্তী নিবন্ধফটিকছড়ির খিরামে অগ্নিকাণ্ডে পুড়েছে ৬ বসতঘর