কাপ্তাইয়ে সরকারি আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ৪ জুন, ২০২৪ at ১১:২১ পূর্বাহ্ণ

অর্থ বিভাগের স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিশিয়াল ম্যাজেমেন্ট প্রোগ্রাম টু এনাবল সার্ভিস ডেলিভারি প্রোগ্রাম কর্তৃক গতকাল সোমবার কাপ্তাই উপজেলায় সরকারি আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলার কিন্নরি মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব রহিমা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব সায়মা শাহীন সুলতানা, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী এবং কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক। সভায় বাজেট প্রণয়ন, বাজেট ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ ও আর্থিক প্রতিবেদন, মানব সম্পদ ব্যবস্থাপনা, ব্যয়, অর্থ প্রদান ব্যবস্থাপনা, সার্বজনিন পেনশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলা পরিষদের জনপ্রতিনিধি এবং অর্থ বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধসাহিত্য-সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবে মোবাইল সাংবাদিকতা রিপোর্র্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু