কাপ্তাইয়ে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ

কাপ্তাই প্রতিনিধি  | মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:৪৮ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে বাকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভাইবোন ছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ১০ আরই ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর তাওহীদ আমিন শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন গবাগোনা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন বখতিয়ার, কাপ্তাই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার এবং ভাইবোন ছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুজয় বিকাশ চাকমা,ভাইবোন ছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঊষা কান্তি তনচংগ্যা, শিক্ষক ম্যাওচিং মারমা, মনি কিশোর চাকমা, বাকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ঝর্ণা বড়ুয়া, বাকছড়ির পাড়ার শান্তি লাল কারবারী এবং জীবতলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার ভাগ্যধন চাকমা।

মেজর তাওহীদ আমিন শিশুদের নিয়মিত স্কুলে আসার পরামর্শ দেন এবং স্কুলের দৈনন্দিন পাঠদান যথাযথভাবে সম্পন্ন করার আহবান জানান। তিনি সেনাবাহিনীর পক্ষ থেকে ভবিষ্যতেও অনুরূপ সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধএকুশে পদকপ্রাপ্ত ড. জ্ঞানশ্রী মহাস্থবির ও ছড়াকার সুকুমার বড়ুয়ার সম্মাননা প্রদান
পরবর্তী নিবন্ধআনোয়ারাকে পরিকল্পনামাফিক গড়তে নাগরিক সমাজকে সোচ্চার হতে হবে