কাপ্তাইয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ১৬ মার্চ, ২০২৫ at ৪:২২ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্‌গা ইউনিয়নে মো. মাসুদ (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার বড়ইছড়ি বাজার এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, ‘পারিবারিক কলহের জেরে’ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মো. মাসুদ। ওয়াগ্‌গা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য অমল কান্তি দে বলেন, ধারণা করা হচ্ছেপারিবারিক কলহের জেরে মাসুদ আত্মহত্যা করেছে। তবে সে মদ্যপানে আসক্ত ছিল।

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেঙের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। কাপ্তাই থানার ওসি (তদন্ত) মো. অলি উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধঈদগাঁওয়ে নিজ বাড়িতে বৃদ্ধকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধনগরে ১৩২১ কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন