কাপ্তাইয়ে মৃত হাতির হাড় উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ৪ মার্চ, ২০২৪ at ৮:৩০ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালীতে মাটির নিচ থেকে একটি মৃত হাতির হাড় উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল রোববার বিকেলে রাইখালী ইউনিয়নের ডংনালা চন্দনি পাড়া থেকে মাটিতে পুঁতে রাখা হাতির মৃতদেহের হাড় ও শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করে বনবিভাগের সদস্যরা। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম জানান, ওই স্থানে গিয়ে মাটি খনন করে তল্লাশি করা হয় এবং সেখানে হাতির মরদেহের হাড়সহ কয়েকটি অংশ খুঁজে পাওয়া যায়। ধারণা করা হচ্ছেস্থানীয় কিছু ব্যক্তি হাতিটি হত্যা করে মাংস ভক্ষণের পর হাড়গুলো মাটিতে পুঁতে ফেলে রেখে চলে গেছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে বন বিভাগ থেকে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং হাতির মরদেহের অংশগুলো ময়নাতদন্তের জন্য কাপ্তাই পশু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ১৫ মিনিটেই মোটরসাইকেল চুরি
পরবর্তী নিবন্ধচবির বি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৬১%