কাপ্তাই উপজেলায় অবস্থিত ৪১ বিজিবি খেলার মাঠে গত রোববার ৪ দিনব্যাপী চট্টগ্রাম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিজিবি রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্ণেল মো. আনোয়ার লতিফ খান প্রধান অতিথি হিসেবে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ৪১ বিজিবির উপ–অধিনায়ক মেজর শহীদুল ইসলাম। এ প্রতিযোগিতায় মোট ১৩টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় ৪১ বিজিবি ৬–০ গোলে ৪৫ বিজিবিকে পরাজিত করে। উদ্বোধনী খেলার শুরুতে প্রধান অতিথি কর্ণেল আনোয়ার লতিফ খান উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। কাপ্তাই উপজেলার ৪টি মাঠে এই প্রতিযোগিতা খেলাসমূহ একযোগে অনুষ্ঠিত হবে। মাঠগুলো হচ্ছে ৪১ বিজিবি খেলার মাঠ, শেখ রাসেল মিনি স্টেডিয়াম, কেপিএম ব্রিকফিল্ড খেলার মাঠ এবং পিডিবি খেলার মাঠ।