কাপ্তাইয়ে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ১৫ জুলাই, ২০২৪ at ৮:৩৫ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলায় গতকাল বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। বরইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কাপ্তাই ইউনিয়নের হরিণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ওয়াগ্‌গা ইউনিয়নের পাগলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোকাবেলা করে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় হরিণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩০ গোলে জয়লাভ করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী। উপজেলা শিক্ষা অফিসার সেলিনা আখতারের সভাপতিত্বে এবং খন্তাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য ও আঁখি তালুকদার, কাপ্তাই রেঞ্জ সঅফিসার এএসএম মহিউদ্দিন চৌধুরী, নুরুল হুদা কাদেরী স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন কান্তি দাশ, সাধারণ সম্পাদক মংসুইছাইন চৌধুরী, কাপ্তাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্ত এবং রাঙ্গামাটি জেলা স্কাউটসের সহসভাপতি কাজী মোশাররফ হোসেন। খেলা শুরুর পূর্বে প্রধান অতিথি মাঠে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। সুন্দর ও প্রাণবন্ত খেলা উপহার দেওয়ায় তিনি খেলোয়াড় এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় চুকবল দলের প্রশিক্ষণ উদ্বোধন
পরবর্তী নিবন্ধঅবসর নিয়ে ভাবছেন না মেসি