কাপ্তাই উপজেলায় পাহাড় কাটার ঘটনাস্থল পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পরিবেশ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. মুমিনুল ইসলাম। ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটার সত্যতা পেয়েছে সংস্থাটি। একই সঙ্গে পাহাড় কাটার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। ঘটনার তদন্তে গিয়ে পরিবেশ অধিদপ্তর স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং পাহাড় কাটার বিষয়ে তদন্ত করেন।পরিবেশ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. মুমিনুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলে পরিদর্শন করে পাহাড় কাটার সত্যতা পাওয়া গিয়েছে। পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ অতি দ্রুত আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য,গত ১৫ জানুয়ারি দৈনিক আজাদীতে ‘আ.লীগ নেতা পাহাড়ের মাটি বিক্রি করেছেন, বিএনপি নেতা কাটছেন’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের জেরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তর।