কাপ্তাইয়ে নুরুল হুদা কাদেরী স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ২৬ জানুয়ারি, ২০২৪ at ৯:১৪ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা সদরে অবস্থিত বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত বুধবার উদ্বোধন করা হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মনছুরী, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন চৌধুরী, স্কুলের দাতা সদস্য মানবাধিকার কর্মী খোরশেদুল আলম কাদেরী, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি ঝুলন দত্ত এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য খোকন চন্দ্র নাথ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারি প্রধান শিক্ষক হুমায়ুন কবির। ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা রবীন্দ্রনাথ হাউজ, কাজী নজরুল ইসলাম হাউজ, বেগম রোকেয়া হাউজ এবং নুরুল হুদা কাদেরী এই ৪টি হাউজে বিভক্ত হয়ে বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সপ্তাহ পালিত
পরবর্তী নিবন্ধমঞ্জুরুল ইসলাম খান তজু স্মৃতি দাবা টুর্নামেন্ট শুরু